ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
নয়ডা পুলিশ লক্ষ্ণৌ থেকে ওই কিশোরকে আজ শুক্রবার গ্রেফতার করেছে। পুলিশের বিশ্বাস ওই কিশোরই একটি গণমাধ্যম কার্যালয়ে পাঠানো ইমেল বার্তায় মোদী ও যোগীকে হত্যার হুমকি দেয়।
ওই কিশোর বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি