মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী!

0

পাপুয়া নিউ গিনিতে অন্যরকম অভ্যর্থনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির প্রধানমন্ত্রী বিমানবন্দরেই মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন!

পাপুয়া নিউ গিনিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছেন মোদী। রবিবার রাতে সে দেশে পৌঁছায় মোদীর বিমান। বিমান বন্দরে নামতেই মোদীকে দেখে তার পা ছুঁয়ে প্রণাম করেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। 

মোদীর জন্য নাকি রাষ্ট্রীয় প্রথাও ভেঙেছে সে দেশ। সূর্যাস্তের পর সে দেশে কোনও রাষ্ট্রনেতা গেলে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় না। তবে রবিবার মোদীর জন্য সেই প্রথা ভেঙেছে পাপুয়া নিউ গিনি। রবিবার সে দেশের স্থানীয় সময় রাত ১০টায় পৌঁছন মোদী।

সূত্র: এনডিটিভি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here