মোদিকে নিয়ে তথ্যচিত্র, বিবিসিকে তলব করেছে ভারতের আদালত

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের জেরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। এই ঘটনায় সংবাদমাধ্যমটিকে তলব করেছে দিল্লি হাইকোর্ট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ বানায় বিবিসি। এর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে গুজরাটভিত্তিক বেসরকারি সংস্থা ‘জাস্টিস অন ট্রায়াল’ মানহানি মামলাটি দায়ের করে।

আদালত বলেছে, ‌‘বিবিসির তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির ভূমিকা নিয়ে যা তুলে ধরা হয়েছে তা ভারতের সুনাম ক্ষুণ্ণ করেছে। তথ্যচিত্রটি বর্তমান প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তৈরি করা হয়েছে বাদীর এমন দাবির প্রেক্ষিতেই বিবাদীকে তলব করা হয়েছে।’

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here