মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

0

জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব নিহত হয়েছেন।

সোমবার বিকালে পাঁচবিবি-গাইবান্ধা সড়কের ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ‍্য মালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে। 

ওসি ময়নুল ইসলাম জানান, গোলাম নাছির বিপ্লব তার মামার বাড়ি পাঁচবিবি উপজেলার জাম্বুবান এলাকা থেকে মোটরসাইকেলযোগে ইফতার করার উদ্দেশ্য নিজ বাড়ি ফিরছিলেন। পথে ফিচকার ঘাট এলাকায় দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতর স্বজনরা এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here