মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া শাওন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও শোলমারিমাধ্যমিক বিদ্যালয়ৈর ৮ম শ্রেণির ছাত্র।
একই সাথে শাওনের পিছনে চড়ে থাকা সৌরব নামের আকেরক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলামারী গ্রামের বাসিন্দা সেলিম রেজা।