মোটরসাইকেল থেকে পড়ে আরোহীর মৃত্যু

0

মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কে ভায়না মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে লাইলি বেগম (৬০) নামে এক মায়ের মুত্যু হয়েছে। নিহত লাইলি বেগম সদর উপজেলা ভিটাসাইর পূর্ব পাড়া গ্রামের মুঞ্জুর মোল্লার স্ত্রী। 
শুক্রবার দুপুরে ভায়না মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, সকালে ছোট ছেলে সোইবের সাথে মোটরসাইকেলে ডাক্তার দেখাতে শহরের যায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভায়না টেলিফোন অফিসের সামনে আসলে মোটরসাইকেল থেকে বোন লাইলি পড়ে  যায়। এ সময় যশোর আড়পাড়া থেকে ছেড়ে আসা শারদিয়া নামের একটি পরিবহন থাকে চাপা দেয়। এ  সময় সে মাথায়  গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলমগীর কবীর বলেন, ছেলে মোটরসাইকেল থেকে পড়ে  গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে এক লাইলি বেগম নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহি বাসটি আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here