মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত

0

যশোরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঐশি নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে বকচর র‍্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী ও দেবর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঐশির স্বামী ইসমাইল হোসেন শহরের বকচর কবরস্থানপাড়ার বাসিন্দা। ইসমাইলের পরিবার সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে স্ত্রী ঐশি এবং পাঁচ বছর বয়সী ভাই তানজিমকে নিয়ে মোটরসাইকেলযোগে শহরে ঘুরতে বের হয়েছিলেন ইসমাইল হোসেন ওরফে হ্যাপি। দুপুর আড়াইটার দিকে তাদের মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐশি ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে ইসমাইল হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে ইসমাইলের ভাই তানজিম আশঙ্কামুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here