ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণী সম্পদ ইনস্টিটিউট এর সামনে বাসের চাপায় মোটরসাইকেল চালক জুবায়ের হাসান (২০) নামক এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও ফরিদপুর জেলা শহরের সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ সময় মোটরসাইকেল আরোহী অপর দুইজন গুরুতর আহত হয়। এরা হলেন রামচন্দ্রপুর গ্রামের শহীদ শরীফের ছেলে ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিফাত শরীফ(২২) ও একই গ্রামের কালাম কাজীর ছেলে রনি কাজী(২২)।