মোটরসাইকেলে ঘুরতে গিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

0

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল করে ঘুরতে গিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় তামিম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই সহপাঠীও 

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার (হালুয়াঘাট-ময়মনসিংহ) আঞ্চলিক সড়কের দড়ি নগুয়া মিলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে। 

আহত দুইজনের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রাতুলকে ঢাকায় ও লিটনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় বলে থানা পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সাথে দূর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here