চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে বরিশাল বিভাগের বিভিন্ন আশ্রয়ণকেন্দ্রে এখন পর্যন্ত ১২ হাজার ৮৪২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
বিভাগীয় কমিশনার আরও জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের পাশাপাশি গবাদি পশু আছে ৩ হাজার ১৯২টি। সেখানে শুকনো খাবারসহ সব সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।