মোংলা-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

0
মোংলা-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) বিকেলে মহাসড়কের রামপাল অংশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। 

কর্মসূচিতে বক্তারা বলেন, মোংলা-খুলনা মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। বিশেষ করে নৌবাহিনীর ও কোস্ট গার্ডের গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এতে প্রতিদিনই সড়কে কারো না মৃত্যু হচ্ছে। এ নিয়ে সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশেসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। তাই দুর্ঘটনা কমিয়ে আনতে সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা।

দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 

এসময় অন্যান্যের মধ্যে রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, রামপাল উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন ও রামপাল সদর ইউনিয়ন সেক্রেটারি মো. শেরোয়ান শেখ অনেকে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here