মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

0
মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

মোংলায় শুরু হয়েছে ৮ দলীয় ‘কাইনমারী স্মৃতি ভলিবল টুর্নামেন্ট’। পৌর চহরতলীর কাইনমারী এলাকায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামীতে সুন্দর পরিবেশে যেন সবাই একসঙ্গে বসবাস করতে পারি- এটাই আমার লক্ষ্য। মানুষের নিরাপত্তাই আমার কাছে প্রধান। আমার শত্রু হলেও তাকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। একটি নিরাপদ জনপদ গড়তে চাই। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় কাজ করতে হবে। এতদিন ব্যক্তিকেন্দ্রিক ভাগ্য উন্নয়নের রাজনীতি হয়েছে-সেটি আমাকে স্পর্শ করেনি। নীতি ও নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চাই না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম.এ. কাশেম, উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here