বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের এনেক্স চত্বরে আর্থিক অনুদান, ভ্যান, সেলাই মেশিন ও গরু বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।
এসময়ে ১২ জন গরীব শিক্ষার্থীকে নগদ অনুদান, ৮ জনকে রিক্সাভ্যান, ৮ জন বিধবাকে সেলাইমেশিন ও একজনকে বাচ্চাসহ গাভী প্রদান করা হয়। পরে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা ও মৃৎশিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।