বাগেরহাটের মোংলার পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও একজনের নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার গভীররাতে মোংলার বিদ্যারবাহন এলাকার পশুর নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।