বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় ভ্যান চালক আল আমিন হত্যার ১৪ ঘন্টার মধ্যে ঘাতক হেলাল ভূইয়াকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার মামার ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ হত্যাকান্ডের পর পালিয়ে যায় ঘাতক হেলাল। তথ্য প্রযুক্তির সহয়তায় পুলিশ বুধবার দিবাগত রাত আড়াইটায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুরি গ্রামের খালা বাড়ী থেকে হেলালকে আটক করেন।
এই হত্যাকান্ডের ঘটনায় আল আমিনের স্ত্রী বুধবার মোংলা থানায় ঘাতক হেলাল ভূইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামী হত্যা মামলা দায়ের করেন।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে শরীরের সাথে সামান্য ভ্যানের ধাক্কা লাগায় ভ্যান চালক আল আমিনকে (৪৫) কিল-ঘুষি মেরে ঘটনাস্থলেই হত্যা করেন বখাটে যুবক হেলাল ভূইয়া (২৪)। ঘটনার পর হেলাল এলাকা থেকে পালিয়ে আত্মীয়ের বাড়ীতে আত্মগোপন করেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক হেলালের অবস্থান নির্ণয় করে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুরি গ্রামের খালা বাড়ী থেকে হেলালকে আটক করা হয়। হত্যা মামলার প্রধান আসামী হেলালকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।