মোংলায় বিয়ার-মদসহ আটক ২

0
মোংলায় বিয়ার-মদসহ আটক ২

মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। 

এ সময় অভিযানকারী ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদসহ মাদক চোরাকারবারী মোঃ ফারুক ও মোঃ আলমগীরকে আটক করে। জব্দকৃত মদ-বিয়ার ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার বিকেলে খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা মুনতাসির।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here