মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

0
মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাগেরহাটের মোংলায় ওমর ফিরোজ (৪০) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার সকালে বন্দরের মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত রয়েছেন।

ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন অভিযোগ করে বলেন, ২০১২ সালে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসতেন ওমর ফারুক। একপর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে স্বামী ওমর ফিরোজকে বন্দর কর্তৃপক্ষে চাকরিতে ঢুকিয়ে দেন। এরপরও তাকে নির্যাতন করতে থাকেন। নির্যাতন সহ্য করতে না পেরে ১৩ এপ্রিল ওমর ফারুকের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ মামলা দায়ের করেন। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে হলে আসামি ওমর ফিরোজকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here