মেহেরপুরে হত্যা মামলায় আট বছরের জেল-জরিমানা

0

মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে সুমন (৩৫) নামে এক ব্যক্তি হত্যা মামলায় একজনের আট বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস এই রায় দেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার থেকে বাইসাইকেলে ফেরার পথে সুমনকে বাটাম ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে ওই গ্রামের রিফিউজি পাড়ার আবুল জাহার কাশেমের (খুশী মন্ডল) ছেলে আব্দুল আওয়াল (৪০), কাচারি পাড়ার কিয়ামত আলী ছেলে শামিরুল ইসলামসহ (৪০) কয়েক জন। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে গাংনী থানায়  আ. আওয়াল ও শফিকুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here