মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আল ইমরান, আখতারুজ্জামান ও শিশু জুবায়ের হোসেন। নিহত আখতারুজ্জামান এবং আল ইমরান দুই বন্ধু। তারা একই মোটরসাইকেলে আমঝুপি যাচ্ছিলেন। আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। নিহত জুবায়ের মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে।

সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনায় জুবায়ের হোসেনসহ চারজন আহত হন। কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল ইমরানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী যাওয়ার পথে ঈশ্বরদী হাসপাতালে জুবায়ের হোসেনের মৃত্যু হয়, আল ইমরানকে কুষ্টিয়া হাসপাতাল নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।  

জানা গেছে, সাজ্জাদ হোসেন পলাশ নামের এক ব্যক্তি একটি জিপ গাড়ি চালিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময়ে আলী আসান নামের এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যান চালিয়ে আমঝুপির দিকে যাওয়ার পথে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে জিপ গাড়িটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানচালকসহ যাত্রীরা সকলের রাস্তার পাশে ছিটকে পড়েন। ওই সময় আখতারুজ্জামান ও তার বন্ধু আল ইমরান মেহেরপুর একটি মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জিপ গাড়িটি মোটরসাইকেলও ধাক্কা মারে। মোটরসাইকেল চালকসহ আরোহী দুইজন রাস্তার পাশে ছিটকে পড়ে।

এদিকে, ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনের তিনজন নিহত হওয়ার ঘটনায় মেহেরপুর সদর উপজেল বাড়িবাঁকা, উজলপুর এবং গাংনী উপজেলার ধানখোলা গ্রামে শোকের মাতম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here