দেশমেহেরপুরে ষষ্ঠ দিনের মতো শ্রমিকদের অবস্থান ধর্মঘটBy AmarNews.com.bd - July 26, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএডিসি) বারাদীর শ্রমিকরা মজুরি বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব বোনাস প্রদান ও শ্রমিক নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করছে। বুধবার সকালে থেকে ষষ্ঠ দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।