মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে তীব্র গরমে অসুস্থতা এড়াতে করণীয় বিষয় নিয়ে লিফলেট ও ১ হাজার বোতল পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এয় সময় বক্তারা তীব্র রোদ থেকে দূরে থাকতে প্রয়োজনে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণ পানি পান, একাধিকবার গোসল, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম, অসুস্থ হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।