মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় লিটন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সোহেল ও সুরুজ নামে আরও দুজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বাজিতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তাহাজুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাজিতপুর থেকে ফেরার পথে এক পথচারীকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়ে লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত লিটনের সঙ্গী সোহেল আত্মগোপন করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ রয়েছে। পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।