মেহেরপুরে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছর পদার্পণ পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শার্মা ফুড প্লাজার কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য, দৈনিক সূযদয় পত্রিকার সম্পাদক আবুল কাসেম অনুরাগী, মেহেরপুর পৌর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ফররুখ আহমেদ উজ্জ্বল। সাংবাদিক মিজানুর রহমান অপুর সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল আলম, সাংবাদিক সাঈদ হেসেন, শামীম হোসন, আবু আক্তার করন প্রমুখ।