মেহেরপুরে ফেনসিডিলসহ মো. রাজন হোসেন (৩৪) নামে এক মাইক্রোবাস চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাজন হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের ইনছান মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি মেহেরপুর সদর থানার রাজাপুর গ্রাম থেকে ফেনসিডিল বহন করে আনছে। এ সংবাদের ভিত্তিতে মাদকদ্র্রব্য অধিদপ্তরের একটি টিম নিয়ে রাজাপুর ক্লাবপাড়া মোড়ে অবস্থান নেয়।
এসময় একটি সিলভার কালারের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১২-৪৮৬০) দ্রুত গতিতে রাজাপুর ক্লাব পার হবার চেষ্টা করে। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় আমরা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালাই। এসময় মাইক্রোবাসটি তল্লাশি করে মাইক্রো চালকের পায়ের তলায় পাপসের নিচে একটি প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে সাত বোতল ফেনসিডিল উদ্ধার করি।
পরে রাজন ও তার ব্যবহারকৃত মাইক্রোবাসটি আটক করা হয়। আসামি রাজন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৪(খ)ও ২৬(১) ধারায় মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

