মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে বিলুপ্ত প্রায় বাঘডাসা পিটিয়ে হত্যা করেছে খাদিজুল কোবরা নামে এক নারী। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
খাদিজুল কোবরা বলেন, গতকাল একটা রাজহাস হারিয়ে গেছে। আমি বাড়ির পাশে জঙ্গলের মধ্যে কিছু একটা নড়তে দেখি। সেটা রাজহাস মনে করে গিয়ে দেখি দুটি প্রাপ্ত বয়স্ক বাঘডাসা ও দুটি সাবক ঘোরাফিরা করছে। আমি আরোও ভালো করে দেখার জন্য কাছে গেলে আমার দিকে ধেয়ে আসে বাঘডাসা। এসময় আমি ভয় পেয়ে আমার হাতে থাকা বাসের লাঠি দিয়ে আঘাত করলে একটি সাবক মারা যায়। বাকি তিনটি বাঘডাসা পালিয়ে যায়।