মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

0

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ সভাপতিসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই নেতাকে এবং মুজিবনগর থেকে থানা পুলিশ আরেক নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন, জয় খান ও আশিকুর রহমান। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে। তারা ওই হোটেলে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে এবং আশিকুর রহমানের বাড়ি মুজিবনগরে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, আজ দুপুরে গ্রেফতারদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here