মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিবাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়।
আগামীকাল বুধবার প্রথম ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসক শামিম হাসান বলেন, আগামীকাল বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আনুসাঙ্গিক কাগজপত্র সদর উপজেলার ৯৪টি কেন্দ্রে ও মুজিবনগর উপজেলার ৩৪টি কেন্দ্রে আমরা প্রেরণ করছি। শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।