মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।
মানববন্ধন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।
প্রাক্তন সাংবাদিক রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাইদুর রহমান প্রমুখ।