জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে সারাদেশের ন্যায় মেহেরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।