সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরতে কৃষক সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা কৃষক লীগ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রেজাউল চত্ত্বরে সমাবেশ অনুিিষ্ঠত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদ হাচিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। প্রধান বক্তা জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব আলম শান্তি।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হাবীবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।