যুক্তরাষ্ট্রে লিওনেল মেসি এক মৌসুম পার করেই ফেলেছেন। তবুও তার ক্যারিশমা কমেনি। তার খেলা দেখতে এখনো সমানহারে মুখিয়ে আছেন মার্কিনিরা। এবারও তারা অদ্ভূত ঘটনা ঘটিয়েছেন।
এবার সূচি ঘোষণার আগেই আগামী মৌসুমের ইন্টার মায়ামির সব টিকেট বিক্রি হয়ে গেছে।
ক্লাবটি আরও জানায় এই মৌসুমে একটি স্পেশাল ব্যবস্থা চালু করছে তারা। ম্যাচের সূচি প্রকাশের পর প্রথমবারের মতো সমর্থকরা সিঙ্গেল টিকিট ক্রয় করতে পারবে। যারা আজ রেজিস্ট্রার করবে তারা আমানতকারী হিসেবে ম্যাচের আগে টিকিট ক্রয় করে রাখতে পারবে।
ধারণা করা হচ্ছে চলতি মাসেই ২০২৪ সালের সূচি ঘোষণা করতে পারে মেজর সকার লিগ। ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে পরবর্তী মৌসুম।
সূত্র: মার্কা