আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আগমনেই যেনো ঝড় উঠল মার্কিন ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির ইন্সটাগ্রাম পেজে।
মাত্র ১২ ঘণ্টাতেই ক্লাবটির ইন্সটার অনুসারী বেড়েছে ৩৫ লাখ। মেসি যোগ দেওয়ার আগে মিয়ামির অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখ। বর্তমানে যে সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়েছে।
জানা গেছে, ২৪ জুন ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে পারেন মেসি।
গতকালই দলবদলের দোলাচলে থাকা মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেন। যে ক্লাবে মালিকানায় আছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম।