মেসি জাদুতে প্রথমবারের মতো ফাইনালে মায়ামি

0

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। পরপর ৬ ম্যাচ জয়ে লিগস কাপের ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আর এই ৬ ম্যাচে টানা গোলের দেখা পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা। তাতে লিগস কাপে অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

বুধবার (১৬ আগস্ট) পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে মাঠে নামে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচটিতে মেসিদের দল মায়ামি জয় পায় ৪-১ গোলে।

বিরতির আগে ইনজুরি টাইমে দলের লিড আরও বাড়ান বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়া স্প্যানিশ তারকা জর্দি আলবা। তাকে বলের যোগান দেন রবার্ট টেইলর। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে বেদোয়া স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান। কিন্তু ডেবিড রুইজ শেষভাগে আরও বড় করেন মায়ামির জয়ের ব্যবধান।

এ ম্যাচের আগে দু’দলের মুখোমুখিতে শেষ ৫ ম্যাচের দু’টিতে জয় ছিল ফিলাডেলফিয়ার, দু’টিতে ড্র করেছে এবং হেরেছিল একটিতে। এ ছাড়া নিজেদের শেষ ৭ ম্যাচের সব ক’টিতেই জিতেছে ফিলাডেলফিয়া। আর শেষ ৫ ম্যাচে ৪ গোল হজম করার বিপরীতে তারা করেছে ১১ গোল। অন্যদিকে ইন্টার মায়ামি নিজেদের শেষ ৫ ম্যাচে করেছে ১৭ গোল এবং হজম করেছে ৬ গোল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here