তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকে নিয়েই চেজ স্টেডিয়ামে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি।
লিগে মায়ামি টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারল।
তবে কাজ হয়নি। ৭৩ মিনিটে জামাল তিয়ারে গোল ফের এগিয়ে যায় আতালান্তা। আর সেই গোলেই দলটির জয় নিশ্চিত হয়ে যায়।
এই ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।