মেসির সঙ্গে দেখা করতে চাইলে লাগবে কোটি টাকা

0
মেসির সঙ্গে দেখা করতে চাইলে লাগবে কোটি টাকা

ভারত সফরের শেষ ধাপে সোমবার দিল্লিতে পৌঁছেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। হায়দরাবাদ ও মুম্বাইতে ভক্তদের মাতানোর পর এবার রাজধানীতে তার সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা সফরে নিরাপত্তার ঘাটতির কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতে রয়েছে বিশেষ সতর্কতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে মেসি থাকবেন চাণক্যপুরীর দ্য লীলা প্যালেস হোটেলে, যেখানে পুরো একটি তলা তার এবং তার দলের জন্য সংরক্ষিত। প্রেসিডেনশিয়াল স্যুটে রাতের ভাড়া ৩ দশমিক ৫ থেকে ৭ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৫৫ হাজার থেকে ৯ লাখ ১০ হাজার টাকা।

সফরের বিশেষ আকর্ষণ হচ্ছে ‘ক্লোজড-ডোর মিট অ্যান্ড গ্রিট’, যেখানে অংশগ্রহণের খরচ ধরা হয়েছে ১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। এতে সীমিত সংখ্যক ভিআইপি ও করপোরেট অতিথি মেসির সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করতে পারবেন।

দিল্লি সফরে মেসির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে ভারতের প্রধান বিচারপতি ও কয়েকজন সংসদ সদস্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও, প্রধানমন্ত্রী সোমবার সকালে জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফরে দেশের বাইরে চলে যাওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

দিল্লিতে মেসি অরুণ জেটলি স্টেডিয়ামে একটি ফুটবল ক্লিনিকের উদ্বোধন করবেন। সেখানে তিনি মিনার্ভা একাডেমির সেই দলগুলোকে সংবর্ধনা দেবেন, যারা তিনটি যুব পর্যায়ের শিরোপা জিতেছে। 

এছাড়া দিনের শেষভাগে মেসির যাওয়ার কথা পুরোনো কেল্লায়। সেখানে রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভেলিনে স্বর্ণজয়ী সুমিত অন্তিল, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন এবং অলিম্পিক হাই জাম্প পদকজয়ী নিশাদ কুমারের মতো ক্রীড়াবিদদের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেসির দিল্লি সফর শেষ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তারপর রাত ৮টার দিকে এ আর্জেন্টাইন তারকা দিল্লি ছাড়বেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here