মেসির যে রেকর্ড ভাঙলেন রোনালদো

0

নতুন বছরে গোলের ধারায় ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার গোলে জয় তুলে নিয়েছিল আল নাসর। এবার সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষেও দলকে জয় এনে দিলেন এই পর্তুগিজ উইঙ্গার। সেই সঙ্গে লিওনেল মেসির একটি রেকর্ডও ভেঙেছেন তিনি।

এ মৌসুমে রোনালদোর গোলসংখ্যা এখন পর্যন্ত ২১টি। সবমিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৮৭৫তম গোল। ৩৯ বছর বয়সী রোনালদো গোলটি করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন। নন-পেনাল্টি গোলের সংখ্যায় আটবারের ব্যালন ডি’অর জয়ীকে পেছনে ফেলেছেন রোনালদো।  

পেনাল্টি শুট আউট ছাড়া শুধু স্পট-কিক থেকে এখন পর্যন্ত ১০৮টি গোল করেছেন মেসি। তুলনায় রোনালদো বেশ এগিয়ে। স্পট-কিক থেকে তার গোল ১৬১টি। অর্থাৎ পেনাল্টি এবং নন-পেনাল্টি, দুই দিক থেকেই গোলসংখ্যায় এগিয়ে রোনালদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here