মেসির ম্যাচ দিয়েই খুলছে ইন্টার মায়ামির স্বপ্নের স্টেডিয়াম

0
মেসির ম্যাচ দিয়েই খুলছে ইন্টার মায়ামির স্বপ্নের স্টেডিয়াম

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুমে নিজেদের নিজেদের মাঠেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আগামী ৪ এপ্রিল অস্টিনের বিপক্ষে ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ক্লাবটির নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’।

বৃহস্পতিবার ঘোষিত ২০২৬ এমএলএস সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শুরু হবে ৫১০ ম্যাচের নিয়মিত এমএলএস মৌসুম। প্রতিটি দল খেলবে ৩৪টি করে ম্যাচ। সূচি অনুযায়ী, ৭ নভেম্বর শেষ হবে লিগ পর্ব। এর মাঝেই থাকবে ২৫ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত বিরতি। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের জন্যই এ বিরতির সিদ্ধান্ত। বিশ্বকাপ ফাইনাল ১৯ জুলাই হওয়ার ঠিক আগে লিগ পুনরায় মাঠে গড়াবে।

প্রথম দিনের ম্যাচের সংখ্যা ১৩। উদ্বোধনী দিনেই মাঠে নামবে মেসির দল। সন হিউং-মিনের লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিজিয়ামে। মার্চে ইন্টার মায়াম সফর করবে অরল্যান্ডো, ডিসি ইউনাইটেড, শার্লট ও নিউইয়র্ক সিটি। তারপরই নিজেদের মাঠে প্রথমবারের মতো ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামে খেলবে।

বিশ্বকাপ বিরতি শেষে ১৬ জুলাই চারটি ম্যাচ দিয়ে আবার মাঠে গড়াবে লিগ। সেদিন মন্ট্রিয়াল–টরন্টো, শিকাগো–ভ্যানকুভার, সেন্ট লুইস–কানসাস সিটি ও সিয়াটল–পোর্টল্যান্ড মুখোমুখি হবে। পরদিন ন্যাশভিল–আটলান্টা এবং লস অ্যাঞ্জেলেস এফসি–লস অ্যাঞ্জেলেস গ্যালাকির ম্যাচও রয়েছে সূচিতে।

২৯ জুলাই শার্লটে হবে এবারের এমএলএস অল-স্টার ম্যাচ। নিয়মিত মৌসুম শেষে নভেম্বরে ফিফা উইন্ডোর সময় কোনো ম্যাচ রাখা হয়নি। এর পরই শুরু হবে এমএলএস প্লে-অফ পর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here