মেসির পথ ধরে যে স্বপ্নপূরণের অপেক্ষায় ইয়ামাল

0

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও দীর্ঘদিন খেলেছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায়। রোনালদিনিও চলে যাওয়ার পর বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ান আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। টানা ১৩ বছর কাতালানদের একই নম্বরের জার্সি পরে খেলেছেন তিনি।

মেসি ক্লাব ত্যাগ করায় বার্সা সেই শূন্যস্থান দ্রুতই পূরণ করে ফেলে আনসু ফাতিকে দিয়ে। কিন্তু স্প্যানিশ এই ফরোয়ার্ড নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার ওপর বাজে পারফরম্যান্সের কারণে চলতি মৌসুমের মাঝখানেই তাকে ইংলিশ ক্লাব ব্রাইটনে লোনে পাঠিয়েছে বার্সা। তাই মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটির যোগ্য উত্তরসূরি খুঁজতে হচ্ছে ক্লাবটিকে।

চলতি মৌসুমে উদীয়মান তরুণ তুর্কিদের মধ্যে নিজেকে আলদাভাবে চিনিয়েছেন স্পেনের লামিনে ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই অভিষিক্ত এই ফুটবলার এরই মধ্যে ভেঙেছেন একাধিক রেকর্ড। বার্সার মাঝমাঠে এ মুহূর্তে অন্যতম ভরসার নামও ইয়ামাল।

একাধিক ম্যাচে বার্সার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই উইঙ্গার। অনেকেই এখন তাঁকে দিয়ে লিওনেল মেসির অভাব পূরণের স্বপ্নও দেখছেন। মেসি উত্তরসূরি হতে তিনি নিজেও ইচ্ছুক।

মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার বিস্ময় বালক বলেন, ‘যেমনটা বলেছেন ১০ নম্বর জার্সি এখন আনসুর কাছে। তবে মৌসুম শেষেও যদি সে এখানে (বার্সায়) না থাকে তাহলে সেটা (১০ নম্বর জার্সি) আমার জন্য গর্বের উৎস হবে। বার্সার নম্বর টেন হওয়া যেকারোর জন্যই স্বপ্নের। বিশ্বের কেউই তাতে না বলবে না। কিন্তু এটা এমন কিছু যা ক্লাবকে ঠিক করতে হবে।’

মেসির মতোই লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন ইয়ামাল। গত মৌসুমে বার্সার জার্সিতে অভিষেক হয় তার। সেবার মাত্র একটি ম্যাচ খেললেও এবার মৌসুমের শুরু থেকেই দলের নিয়মিত সদস্য ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রতিনিয়তই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন তিনি। এমনকি ডায়েটের ক্ষেত্রেও অনুসরণ করছেন মেসিকে।

ইয়ামাল বলেন, ‘২০২৪ সালে দুই সেন্টিমিটার উচ্চতা ও চার কেজি ওজন বেড়েছে আমার। আগে বন্ধু-বান্ধবদের সঙ্গে বাইরে গিয়ে যা ইচ্ছা তা-ই খেতাম। এখন আমি ক্লাবের নির্দেশনা মেনে চলি এবং প্রচুর পানি পান করি। চেষ্টা করি প্রচুর মাছ খাওয়ার কারণ আগে প্রচুর মাংস খেতাম আমি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here