মেসির জোড়া গোল, প্লে-অফে উড়ন্ত সূচনা মায়ামির

0
মেসির জোড়া গোল, প্লে-অফে উড়ন্ত সূচনা মায়ামির

মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে উড়ন্ত সূচনা করেছে ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দলটি।

ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য, ডাইভিং হেডে গোল করলেন তিনি! ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে।

শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতে কিছুটা চাপের মুখে থাকলেও প্রথম সুযোগেই এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে হেড থেকে দুর্দান্ত গোল করে দলকে লিড এনে দেন মেসি। এরপর মেসির দারুণ পাস থেকে ইয়ান ফ্রের ক্রসে হেড করে আলেন্দে করেন দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে জর্দি আলবার ক্রস সামলাতে ব্যর্থ হন ন্যাশভিলের গোলরক্ষক, আর সুযোগ কাজে লাগিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। শেষ দিকে হানি মুকতারের এক ফ্রি-কিকে গোল শোধ করে ন্যাশভিল, তবে জয়ের পথ থামাতে পারেনি তারা।

ম্যাচে ইন্টার মায়ামির হয়ে শুরু থেকেই খেলেন রদ্রিগো ডি পল, আর বদলি হিসেবে নামেন মাতেও সিলভেত্তি।

ম্যাচের আগে এমএলএস গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। মাঠে হয়তো পুরোপুরি সেরাটা দিতে পারেননি, কিন্তু যথাসময়ে সুযোগ কাজে লাগিয়ে নিশ্চিত করেন দলের জয়। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার মায়ামি। এখন আরেকটি জয় পেলেই তারা নিশ্চিত করবে পরের রাউন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here