মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ইনজুরি আক্রান্ত মেসিকে ছাড়া খেলতে নেমে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে শুরু হয় ম্যাচটি।
এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ১৩ মিনিটের মাথায় মন্ট্রিয়ালের ফার্নান্দো আলভারেজ গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়। এরপর ৭১ থেকে ৮০ মিনিটের মধ্যে চারটি গোল হয়। তার দুটি করে মায়ামি, দুটি করে মন্ট্রিয়াল।
গেল বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নাশভিল এসসি’র বিপক্ষের ম্যাচে সামান্য ইনজুরিতে পড়েন মেসি। সবাই ধরে নিয়েছিল আজ খেলবেন তিনি। কিন্তু তাকে নামানো হয়নি। শুধু তাই নয়, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজও অল্প সময়ের জন্য মাঠে ছিলেন।