মেসিদের লিগে লরিস

0

টটেনহামের সঙ্গে দীর্ঘ ১১ বছরের বন্ধন ছিন্ন করলেন ফরাসি গোলরক্ষক উগো লরিস। তার নতুন ঠিকানা মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব।

স্পার্সদের জার্সিতে সবমিলিয়ে ৪৪৭টি ম্যাচ খেলেছেন লরিস। প্রিমিয়ার লিগে মোট ৩৬১ ম্যাচ খেলে ১২৭ ম্যাচে ক্লিনশিট পেয়েছেন তিনি। ক্লাবের কিংবদন্তিতুল্য গোলরক্ষক হ্যারি রেডন্যাপ বিদায় নেওয়ার পর টটেনহামের পোস্টের নিচে সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনি। সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে যে দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল, সেই দলের সদস্য ছিলেন লরিস।

টটেনহামের পক্ষ থেকে লরিসকে বিদায় দেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের বিরতিতে তাকে বিদায় জানাবে ক্লাবটি।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here