একের পর এক বিতর্ক জন্ম দিয়ে চলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সবমিলিয়ে তার ফুটবল ফেডারেশন আর বিতর্ক হয়ে উঠেছে সমার্থক। ফুটবল বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার ব্যাপারে বেশ হম্বিতম্বিই দিয়েছিলেন সালাউদ্দিন।
এ নিয়ে বেশ নাটকও এরইমধ্যে হয়ে গেছে। সব শেষ জানা গিয়েছিল, চলতি বছরের জুন মাসে বাংলাদেশে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। তবে একমাস আগেই ফের সুর বদলালেন বাফুফে সভাপতি।
আর এই বিষয়টি নাকি সালাউদ্দিনের ফেডারেশন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে।
তবে আর্জেন্টিাকে বাংলাদেশে আনার বিষয়টি ভবিষ্যতে ভেবে দেখবেন বলেও জানিয়েছেন কাজী সালাউদ্দিন।