মেসিতে মুগ্ধ কাউকে একাদশে না রাখার ঘোষণা প্রতিপক্ষ দলের কোচের

0

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আগামীকাল ভোরে ইন্টার মায়ামির মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। আর এই ম্যাচকে ঘিরে আগ্রহের মূল কারণ লিওনেল মেসি। তার উপস্থিতির কারণেই মূলত এমএলএসের ম্যাচগুলোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন নিউ ইংল্যান্ডের কোচ কালেব পর্টার। ম্যাচটিতে খেলোয়াড়দের সর্বোচ্চটা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ছেলেরা খুবই রোমাঞ্চিত। স্টেডিয়াম একেবারে দর্শকপূর্ণ থাকবে। আমার মনে হয় এটা বোস্টনের খেলার ইতিহাসে সর্বোচ্চ (দ্বিতীয় সর্বোচ্চ) উপস্থিতির ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। আর এমন ম্যাচের জন্য আপনি যদি উজ্জীবিত হতে না পারেন, রোমাঞ্চিত হতে না পারেন এবং পারফর্ম করতে না পারেন, তবে আপনার ম্যাচটি খেলতে যাওয়ার দরকার নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here