মেসিকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি?

0

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজরা। আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপাখরা কাটানোর পর থেকেই আলোচনায় মেসির ভবিষ্যৎ। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না সেটি এখনও নিশ্চিত নয়।

এই ম্যাচ জয়ের পরই স্কালোনি আভাস দিয়েছেন পরিবর্তনের। যেসব ফুটবলার ক্যারিয়ারের শেষার্ধে আছেন তাদের বিকল্প নিয়ে ভাবছেন বিশ্বকাপজয়ী কোচ, ‘পূর্বসূরিদের জায়গায় নতুনদের আনতে হবে, কিন্তু সেটা কঠিন। একসময় ডি মারিয়া ছিলেন, মেসিও একদিন থাকবে না, প্যারেদেস, ডি পল—তাদেরও জায়গা ছেড়ে দিতে হবে। এখনই ভাবতে হবে আগামী প্রজন্মের কথা।’

লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। পরের পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই আর্জেন্টিনা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। 

বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত হলেও স্কালোনির পরিকল্পনা এখানেই থামছে না। তিনি চান যোগ্য নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘যখন বাছাইপর্ব নিশ্চিত হয়ে যাবে, তখন আমরা আরও বিকল্প পরখ করব। কারণ ভবিষ্যতের জন্য দল গড়া জরুরি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here