সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল পরবর্তী মৌসুমের জন্য আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে প্রস্তাব দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
আর্জেন্টাইন অনেক গণমাধ্যমের খবর বলছে, মেসিকে আল হিলাল বছরে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি ক্লাবটি।
অনুমতি ছাড়া সৌদি সফরে গিয়ে নিজের বর্তমান ক্লাব পিএসজির নিষেধাজ্ঞায় পড়েছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে দ্রুতই শেষ হয়ে আসছে মেসির ফ্রান্স অধ্যায়।
সূত্র: খালিজ টাইমস