মেলবোর্ন টেস্টে হারের শঙ্কায় ভারত

0

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষ করেছিল ৯ উইকেটে ২২৮ রানে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) পঞ্চম দিন তারা অলআউট ২৩৪ রানে। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রান। মেলবোর্ন টেস্টে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও।

রোহিতবাহিনীও রেকর্ডের পেছনে না ছুটে ম্যাচ বাঁচাতেই নেমেছিল পঞ্চম দিন। তবে ৭৫ ওভারে ১৪৮ রানে হারিয়েছে ৭ উইকেট। রোহিত শর্মা ৯, লোকেশ রাহুল ০, বিরাট কোহলি ৫, ঋষভ পন্ত ৩০ আর রবীন্দ্র জাদেজা ২ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নীতীশ কুমার আউট হয়েছেন ১ রানে। ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জটা সহজ নয় তাদের জন্য।ওয়াশিংটন সুন্দর ৩ ও আকাশ দীপ ৭ রানে ব্যাট করছেন।

৪১ করা নাথান লায়নকে বোল্ড করে ক্যারিয়ারে ১৩তম বারের মতো পাঁচ উইকেট তুলে নেওয়ার কীর্ত গড়েন জাসপ্রিত বুমরা। ৫৭ রানে দেন তিনি।

গত ৬ বছরে ছেলেদের টেস্টে আর কোনো বোলার বুমরার চেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেনি। ছয় বছরে ইনিংসে সমান ১২ বার করে পাঁচ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন, প্যাট কামিন্স ও তাইজুল ইসলাম। এজন্য বল করেছেন নিজের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ২৪.৪ ওভার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here