মেলবোর্নের টার্নেইটে ঠাকুরবাড়ির অন্দরমহল নামে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রবিবার ফারিনা মাহমুদের উদ্যোগে আমন্ত্রিত নারী অতিথিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মূলত সনাতন বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ঠাকুরবাড়ির নারীদের স্মরণ করাই ছিল এর উদ্দেশ্য।
মেলবোর্নের ব্যবসাপ্রতিষ্ঠান ফ্যাশন হাব এই আয়োজনে তাদের পণ্যে ঠাকুরবাড়ির আবহ তৈরি করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জ্ঞানদা নন্দিনী ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, কাদম্বরী দেবী, মৃণালিনী দেবী, ইন্দিরা দেবী, সরলা দেবী, শোভনা দেবী, প্রজ্ঞাসুন্দরী দেবী, প্রতিমা দেবী, সুনয়নী দেবী রূপে একটি ফ্যাশন ওয়ার্কে হ্যান্ডলুম, বেনারসি শাড়ি ও সাবেকি গহনার প্রদর্শনীর আয়োজন করে। মেকওভার স্টেশন মডেলদের সাজসজ্জার দিকটি দেখাশোনা করে।