মেলবোর্নে এসোসিয়েশন অফ আইইউবি এলামনাই আয়োজন করেছে ‘আড্ডা এবার মেলবোর্নে’। গত শনিবার এই আয়োজনের মূল লক্ষ্য ছিল মেলবোর্নে আইইউবি এলামনাইদের একত্রিত করে পুরানো স্মৃতিচারণ করা এবং ভবিষ্যতে মেলবোর্ন কেন্দ্রিক সামাজিক যোগাযোগ উন্নত করা।
এই আয়োজনে যোগ দেন এসোসিয়েশন অফ আইইউবি এলামনাই অস্ট্রেলিয়া আইএনসি-এর বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি কামরুল হাসান সুমন, সাধারণ সম্পাদক বেনজির হক বাধন, সহ-সভাপতি সৈয়দা আফসানা হক এবং কার্যকরী পরিষদের পরিচালক ফারজানা খান দিনা, ইমতিয়াজ আহমেদ মল্লিক, সাবরিনা আশরাফ লিরা, তসলিমা আহমেদ ছোয়া, কাওসার আক্তার রোজি প্রমুখ।