মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, ক্ষুব্ধ ঐশ্বরিয়া

0
মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, ক্ষুব্ধ ঐশ্বরিয়া

সোশ্যাল মিডিয়ায় মেয়ে আরাধ্যার নামে ছড়াচ্ছে ভুয়া আইডি-এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ে আরাধ্যার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।

ঐশ্বরিয়া বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। আমি জানি, আপনারা আমাকে, অভিষেক এবং পুরো পরিবারকে অনেক ভালোবাসেন। কিন্তু যা দেখবেন বা শুনবেন, সব সময় তা বিশ্বাস করবেন না।”

এর আগে নিজস্ব ছবি অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার মেয়ের পরিচয়ে ছড়ানো ভুয়া অ্যাকাউন্ট নিয়েও সতর্ক করলেন ভক্তদের।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেন, “দিনের একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে সময় দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই যতটা পারেন এ থেকে দূরত্ব বজায় রাখুন।”

তার মতে, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলেই মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং জীবনও আরও ভালোভাবে এগিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here