মেয়ের বিয়ের দিনক্ষণ জানিয়ে আবেগ আপ্লুত আমির যা বললেন

0

২০২২ সালের ১৮ নভেম্বর শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর ইরা-শিখর নতুন এক অধ্যায় শুরু করেন। এবার তাদের বিয়ের তোড়জোড় শুরু করেছে খান পরিবার। কথা ছিল ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়বেন আমির-কন্যা। তবে পিছিয়ে যায় বিয়ের তারিখ। শেষমেশ মেয়ের বিয়ের কথা নিজেই জানালেন অভিনেতা। ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ে ইরা খানের। জামাই কেমন সে কথাও জানালেন বলিউডের মিস্টার পারফেক্টশনিষ্ট।

একমাত্র মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির। জানালেন ইরার জন্য নূপুর একেবারে যোগ্য সঙ্গী। আমিরের কথায়, এই কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি সেটাই যথেষ্ট। এ ছাড়াও বলব নূপুরের মায়ের কথা। খুব ভাল মানুষ। উনি আমাদের পরিবারের এক জন হয়ে উঠেছেন। এ বিয়ে নিয়ে আমি যেমন খুশি, তেমনই জানি বিয়ের দিন আমাকে সামলানো যাবে না। আমি সে দিন খুব কাঁদব। কারণ আমি আমার আবেগ চেপে রাখতে পারি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here